শনিবার ১১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১৯ নভেম্বর ২০২৪ ১৭ : ২৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর পাহাড়প্রমাণ ভুলে মালয়েশিয়ার বিরুদ্ধে গোল হজম করতে হয়েছে ভারতকে। পাঞ্জাবতনয়ের গোল হজম করা দেখে ফুটবলপাগলরা 'গেল গেল' রব তুলছেন। মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথকে এখনই সুযোগ দেওয়ার দাবি উঠেছে। গুরপ্রীতকে খুব কাছ থেকে দেখা প্রাক্তন গোলকিপার তনুময় বসু বলছেন, ''এতটা পরিণত হওয়ার পরে এভাবে গোল খাওয়া উচিত হয়নি ওর।''
তনুময়ের সঙ্গে সহমত পোষণ করে এশিয়ান অল স্টার-খ্যাত গোলকিপার অতনু ভট্টাচার্য বলছেন, ''নিঃসন্দেহে খুব বাজে গোল হজম করেছে। তবে একই ভুল দ্বিতীয়বার আর করবে না গুরপ্রীত।''
গুরপ্রীতের চওড়া হাত বহুবার ভারতকে বাঁচিয়েছে। আবার দৃষ্টিকটূ ভাবে গোল হজম করায় গুরপ্রীত ডুবিয়েছেন দলকে। ইস্টবেঙ্গল-ইউনাইটেড স্পোর্টস ম্যাচের কথা এখনও মনে রয়েছে ফুটবলপাগলদের। কর্নার থেকে হেডে গোল করার জন্য ইউনাইটেডের পেনাল্টি বক্সে উঠে গিয়েছিলেন গুরপ্রীত। সেই সুযোগে কেন ভিনসেন্ট সাপের মতো এঁকেবেঁকে দৌড়ে ইস্টবেঙ্গলের জালে বল জড়়িয়ে দিয়েছিলেন। লাল-হলুদ আর গোল শোধ করতে পারেনি।
এহেন গুরপ্রীতই আবার কাতারের বিরুদ্ধে ভারতের পরিত্রাতা হয়ে ধরা দিয়েছিলেন। কাতারের ফুটবলারদের গোলাগুলি সামলেছিলেন একার হাতে। ভারত ম্যাচ গোলশূন্য ড্র রাখতে সক্ষম হয়। গুরপ্রীতকে খুব ভাল করে চেনেন দুই প্রাক্তন গোলকিপার। ইস্টবেঙ্গলে সই করার আগে তনুময় বসুর কাছে সাত বছর ছিলেন গুরপ্রীত। আর ইস্টবেঙ্গলে পাঞ্জাবতনয়ের গোলকিপিং কোচ ছিলেন স্বয়ং অতনু। সেদিক থেকে দু'জনেই গুরপ্রীতের গুরু। তনুময় বলছেন, ''মালয়েশিয়ার বিরুদ্ধে হতশ্রী গোল খাওয়ায় অনেকেই বিশাল কাইথের কথা বলছেন ঠিকই। কিন্তু আমি বলব, এখনই গুরপ্রীতকে টপকে বিশাল কাইথকে জায়গা দেওয়ার সময় আসেনি। গুরপ্রীতের ফ্লেক্সিবিলিটি এখনও অনেক ভাল। অনেক অভিজ্ঞও বটে।''
ইস্টবঙ্গলে খেলার সময়ে জাতীয় দলের তারকা গোলকিপারের কোচ ছিলেন অতনু ভট্টাচার্য। তিনি বলছেন, ''বলের বাউন্সটাই তো বুঝতে পারল না। আমরা গোলকিপাররা শূন্যের বল হাত দিয়ে ধরা অনুশীলন করি। কিন্তু হেড দেওয়া প্র্যাকটিস করি না। ফলে ম্যাচের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলে ভুল হওয়াটাই স্বাভাবিক।''
অতনুর পরামর্শ হেড না দিয়ে হ্যান্ড বল করা উচিত ছিল গুরপ্রীতের। তনুময় আবার বলছেন, ''জাজমেন্টে বড় ভুল হয়েছে গুরপ্রীতের। তবে গোলকিপার মাত্রই ভুল হবে। আর ভুল হলে সমালোচনাও হবে। তবে এই ভুল দ্বিতীয়বার করবে না গুরপ্রীত। আসলে একটা পজিশনে দীর্ঘদিন ধরে খেলতে খেলতে অতিরিক্ত আত্মবিশ্বাস এসে যায়। সেই থেকেই পরিস্থিতির বিচার করতে ভুল হয়ে যায়।''
গুরপ্রীতের একসময়ের সতীর্থ সন্দীপ নন্দী নিজের ফুটবলজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। রাজস্থান ইউনাইটেডের গোলকিপিং কোচ বলছেন, ''আমি যখন জাতীয় দলের হয়ে খেলতাম, তখন বিশ্রী গোল খায়নি। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে আমাকে প্রথম একাদশে রাখা হত না। গুরপ্রীত কি এই প্রথমবার বিশ্রী গোল হজম করল? মালয়েশিয়ার বিরুদ্ধে অ্যান্টিসিপেশনেই গন্ডগোল করে ফেলল। আউটিংয়ের উদ্দেশ্যটা ঠিক ছিল কিন্তু বলের বাউন্স বিচার করতে পারেনি। অ্যান্টিসিপেশন, জাজমেন্ট এগুলো দিয়েই তো এখজন গোলকিপারকে বিচার করা হয়।''
গুরপ্রীতের মতো অতীতে অতনুও এগিয়ে এসে বল বিপন্মুক্ত করেছেন। তিনি বলছেন, ''এশিয়ান গেমসের মতো টুর্নামেন্টে আমি মাঝমাঠে গিয়ে বল মেরেছি।'' তবে শিষ্যের গোল খাওয়া নিয়ে গুরু বলছেন, ''বলটা শূন্যে ছিল। ওকে যে কেউ তাড়া করছিল এমন নয়। আরেকটু অপেক্ষা করলেই পারত।''
কিন্তু এই ফ্রেন্ডলি ম্যাচেও কি বিশাল কাইথ জায়গা পেতে পারেন না? তাহলে আর কবে গোল আগলাবেন তিনি? এই ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলিয়েই তো আরেকজন গোলকিপারের আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব। তনুময় বলছেন, ''প্রত্যেক কোচেরই নিজস্ব চিন্তাভাবনা থাকে। আমার মনে হয় মানোলো জিততে চাইছেন। তাই প্রথম একাদশের খেলোয়াড়দেরই নামাচ্ছেন। তবে রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করে নিতেও পারতেন মানোলো।''
অতনু মনে করেন, বিশাল কাইথকে সুযোগ দেওয়ার এটাই আদর্শ সময়। তিনি বলছেন, ''বিশাল এখন ভাল খেলছে। ওকে তৈরি করে নেওয়া উচিত। আর এই ধরনের প্রীতি ম্যাচেই তো পরীক্ষা করবে। বিশালকে না নিয়ে ওর সঙ্গে অন্যায়ই করা হচ্ছে।'' গুরপ্রীতের গোল হজম করা দেখার পরে উত্তাল দেশের ফুটবলমহল।
#GurpreetSinghSandhu#VishalKaith# IndianFootball#IndiavsMalyasia
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
জাতীয় দলে ফিরলেন সামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা টিম ইন্ডিয়ার ...
আইএসএলে অঘটন মহমেডানের, বেঙ্গালুরুকে হারিয়ে ডার্বির আগেই মোহনবাগানের সুবিধা করে দিল কলকাতার প্রধান...
লড়লেন একা চ্যাপম্যান, নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াল শ্রীলঙ্কা ...
গত বছর টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, এবার কাউন্টিতে নামতে পারেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ...
আজ টি-২০ সিরিজের দল ঘোষণা, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সময়সীমা বাড়ানোর আবেদন করবে বিসিসিআই ...
সিডনিতে মাইলফলক ছুঁতে না পেরে হতাশ স্মিথ, কী বললেন? ...
ভাঙলেন ব্যাট, একটুর জন্য গুরুতর আহত হওয়ার হাত থেকে বাঁচলেন ওয়ার্নার...
ইনস্টাগ্রামে রহস্যময় ছবি পোস্ট, ভক্তদের চিন্তায় ফেলে দিলেন জাদেজা...
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, নাম লেখালেন এই তালিকায়...
ডার্বির আগে বড় ধাক্কা, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না আনোয়ার ...
বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...
দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...
পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...